সরস্বতী পুজোর আগেই ‘ভাঙা হল প্রতিমা’ নদিয়ার চাপড়ায় !
নদিয়া: এবারের বাগদেবীর আরাধনায়, ব্যতিক্রমী ছবি একাধিক জায়গায়। নদিয়ার চাপড়ায় পুজোর আগেই প্রতিমা ভাঙা নিয়ে মোড় নিয়েছে বিতর্ক। চাপড়ার এই গ্রামেও পুলিশের উপস্থিতিতে করল হল সরস্বতী পুজো। গ্রামের বাসিন্দাদের দাবি, রবিবার রাতে তাঁরা, সরস্বতী প্রতিমা এনেছিলেন। সকালে দেখেন প্রতিমা ভাঙা অবস্থায় রয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় চাপড়া থানায়। পুলিশ গ্রামে এসে বাসিন্দাদের সঙ্গে কথা […]