প্রেমের প্রস্তাবে না ছিল নাবালিকার, তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা, কী সাজা আদালতের
সৌরভ বন্দ্যোপাধ্যায় , হুগলি: বছরটা ছিল নির্বাচনের বছর। বাইকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার ভয়াবহ অভিযোগ উঠেছিল হুগলিতে। এখানেই শেষ নয়,বাধা দিলে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ। আর এরপরেরটা অংশ আরও নৃশংস। ‘মারা গিয়েছে’ ভেবে হাইড্রেনে ফেলে চলে গিয়েছিল অভিযুক্ত। দুদিন পর স্থানীয়দের সাহায্যে উদ্ধার করা হয়েছিল ওই নাবালিকাকে। ২০২১ সালের এই ঘটনায় […]