Booker Prize 2024: বুকার জিতে নিল মহাশূন্যতায় মহাকাশচারীদের একটি দিন! ইতিহাস গড়লেন সামান্থা…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঘোষণা হয়ে গেল এ বছরের বুকার প্রাইজের প্রাপকের নাম। এবার পুরস্কার পেলেন ব্রিটিশ লেখক সামান্থা হার্ভে। তাঁর ‘অরবাইটাল’ উপন্যাসটি এই সম্মানে ভূষিত হল। ১৯৭৫ সালে জন্ম সামান্থার। দর্শনের ছাত্রী। পাশাপাশি ক্রিয়েটিভ রাইটিং নিয়েও রয়েছে তাঁর ডিগ্রি। জানা গিয়েছে, কোভিডকালে লকডাউনের সময়ে ‘অরবাইটাল’ বইটির বেশিরভাগটা লিখেছিলেন হার্ভে। ‘অরবাইটাল’ ১৩৬ পৃষ্ঠার বই। […]