অভিজিৎ খুনের মামলার চার্জশিটে নাম রয়েছে পুলিশেরও ! ‘এবার আর তোর খুন হবে না, দুর্ঘটনা হবে..’
<p><strong>প্রকাশ সিনহা, শিবাশিস মৌলিক, অর্ণব মুখোপাধ্য়ায়, কলকাতা:</strong> কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের মামলার চার্জশিটে, তৃণমূল বিধায়ক পরেশ পাল, কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষের পাশাপাশি নাম রয়েছে, তৎকালীন OC, SI এবং এক হোমগার্ডের। তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্রে অংশ নেওয়া, বিষয়টি […]