‘CBI-রর ওপরও আমাদের কোনও ভরসা নেই,তবে সুবিচারের দাবিতে লড়াই চলবে’,বললেন তিলোত্তমার মা ও বাবা
<p>ABP Ananda Live: পুলিশ যা করেছে, তা যেন আর কোনও সন্তানহারা পরিবারের সঙ্গে না হয়। সিবিআইয়ের ওপরও আমাদের কোনও ভরসা নেই, তবে সুবিচারের দাবিতে লড়াই চলবে। রায় ঘোষণার আগে, ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে বললেন তিলোত্তমার মা ও বাবা।</p> <p> </p> <p><strong>’আশ্চর্যের বিষয়, সুপ্রিম কোর্টের সামনে এত মিথ্যে বলা যায়,’ CBI প্রসঙ্গে বিস্ফোরক নিহত চিকিৎসকের বাবা</strong></p> <p> </p> […]