Baghajatin Building Collapse: এখনও বেপাত্তা প্রোমোটার! শুরু বাড়ি ভাঙার কাজ, ঘরহারা মানুষদের দায়িত্ব নেবে কে?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আবার ভাঙলো বাড়ি, গার্ডেনরিচের স্মৃতি উসকে দিল বাঘাযতীনের ঘটনা। বিদ্যাসাগর কলোনীতে ভেঙে পড়ল আবাসনের একাংশ, জখম হন আবাসনের বেশ কিছুজন বাসিন্দা। বিপদজনকভাবে হেলে পড়ে আবাসনের আরও দুটি বহুতল। জলা বুঝিয়ে আবাসন তোলার অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে। অভিযুক্ত প্রোমোটার এখনও বেপাত্তা। ২০১০ এ তৈরি এই বিল্ডিং আগেই হেলে গিয়েছিল বলে অভিযোগ করেছেন […]