‘এভাবে কোনও রাজ্য রিজার্ভেশনের মাপদণ্ড ঠিক করতে পারে না..’ !
ঊজ্জ্বল মুখোপাধ্য়ায়, কৃষ্ণেন্দু অধিকারী ও আশাবুল হোসেন, কলকাতা: OBC সার্টিফিকেটের প্রসঙ্গ টেনে, মেরুকরণের রাজনীতির অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। বললেন,’একটা বিশেষ সম্প্রদায়কে ভুল বুঝিয়ে, তাদের শিক্ষা, স্বাস্থ্য়, কর্মসংস্থান না দিয়ে, শুধুমাত্র ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে তুষ্টিকরণ করছেন, এটা তার সবচেয়ে বড় প্রমাণ। […]