কোটিপতি পান ব্যবসায়ীর নাম আবাস-তালিকায়, নাম কাটলেন খোদ DM ! ‘কেউ গ্রাহ্য করছে না’; বঞ্চনার ছবি
<p><strong>বিটন চক্রবর্তী ও সুদীপ চক্রবর্তী, তমলুক :</strong> কোটিপতি পান ব্যবসায়ীর নাম উঠেছে আবাস যোজনার তালিকায়। পূর্ব মেদিনীপুরের তমলুকে তালিকা নিয়ে শুরু শোরগোল। তদন্তে নেমে নাম কেটে দিলেন জেলাশাসক। অভিযুক্ত পরিবারের দাবি, আগে অবস্থা ছিল ‘নুন আনতে পান্তা ফুরনোর’, এখন ভাল চলছে ব্যবসা। তাই তৈরি হয়েছে পাকাবাড়ি। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।</p> <p>পলিথিনের বাড়ি এবং ‘নুন […]