শুধু কলকাতা নয়, RG কর কাণ্ডে ‘মেয়েদের রাত দখলে’ মুখরিত গ্রাম বাংলাও
কলকাতা: আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের খুনের প্রতিবাদে, স্বাধীনতার মধ্য়রাতে, ‘রাত দখলে মেয়েরা’। কলকাতা থেকে জেলা-দিকে দিকে প্রতিবাদ শুরু হয়েছে। শাঁখ-উলুধ্বনী দিয়ে সরব মহিলারা। কলকাতা, আসানসোল, শিলিগুড়ি মুর্শিদাবাদ, রানিগঞ্জ, ঠাকুরনগর, বাসন্তী, হুগলির চন্দননগর, দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার, রানাঘাটে চলছে প্রতিবাদ। ‘We Want Justice’, মোবাইলে টর্চ জ্বালিয়ে, কোথাও মোমবাতি জ্বালিয়ে বিচারের দাবি জানাচ্ছেন মহিলারা। এদিকে দেখতে […]