ডাম্পারের ধাক্কায় ছিটকে রাস্তার এক প্রান্তে, মৃত্যু সাইকেল আরোহীর
<p><strong>তুহিন অধিকারী, বাঁকুড়া:</strong> কোতুলপুরে বালি বোঝায় ডাম্পারের চাকায় পিষে মৃত্যু হল সাইকেল আরোহীর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে বিষ্ণুপুর জেলা হাসপাতালে। </p> <p><strong> চাকায় পিষে মৃত্যু হল সাইকেল আরোহীর:</strong> বাঁকুড়া জেলার কোতুলপুর থানার কোতুলপুর মা গৌরী লজ সংলগ্ন এলাকায় দু’নম্বর রাজ্য সড়কে বালি বোঝাই ডাম্পারের চাকায় পিযে হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। […]