বাংলাদেশি পাচারকারীদের হামলার মুখে BSF! ধাওয়া করে ধরতে গেলে জওয়ানদের অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা
প্রসেনজিৎ সাহা, ত্রিপুরা : বাংলাদেশের পাচারকারীদের ধরতে গিয়ে, দিনে-দুপুরে হামলার মুখে BSF। মঙ্গলবার ত্রিপুরার উনকোটি জেলার মাগরুলি পঞ্চায়েত এলাকা দিয়ে, সীমান্ত পার করে বাংলাদেশের দিকে পালাচ্ছিল পাচারকারীরা। বিএসএফ তাদের ধাওয়া করে। তখন তাদের ওপর চড়াও হয়। বিএসএফের ওপর হামলা চালায়, তাদের হাতিয়ার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে আরও বিএসএফ জওয়ানরা সেখানে পৌঁছে পরিস্থিতি সামাল দেন। […]