কাল উত্তেজনার পর আজ থমথমে কোচবিহারের মেখলিগঞ্জ সীমান্ত। কাঁটাতার লাগানোর কাজ বন্ধ।
<p>ABP Ananda LIVE : বিজিবি-র বাধায় কোচবিহারের মেখলিগঞ্জ সীমান্তে কাঁটাতার লাগানোর কাজ আজও বন্ধ, থমথমে এলাকা এলাকায় নজরদারি চালাচ্ছে BSF। BGB-কে কাল বলেছিলাম, দরকার হলে গুলি করো, কাঁটাতার লাগানো চলবে, জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এপারের বাগডোগরা ফুলকাডাবরি গ্রামের সঙ্গে জুড়ে রয়েছে বাংলাদেশের রংপুর জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙরাপোতা গ্রাম। ছিটমহলভুক্ত এই গ্রাম ভারতীয় ভূখণ্ডে এবং ‘৩ […]