Allu Arjun: রাগী ‘পুষ্পা’ এবার ভগবান কার্তিক! প্রযোজক জানালেন, ‘এরকম ছবি আগে কেউ কখনও দেখেনি…’
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘পুষ্পা-২’এর দুরন্ত সাফল্যের পর, অল্লু অর্জুন দেশজুড়ে ভালোবাসা পেয়েছেন। সকলের চোখ এখন অভিনেতার পরবর্তী কাজের দিকে। সম্প্রতি জানা গিয়েছে, সামাজিক-পৌরাণিক ছবির জন্য প্রশংসিত ডিরেক্টর ত্রিবিক্রম শ্রীনিবাসের সঙ্গে জুটি বাঁধছেন অল্লু। সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, অল্লু অর্জুন পরিচালক ত্রিবিক্রম শ্রীনিবাসের সঙ্গে জুটি বাঁধতে একেবারেই প্রস্তুত। যেখানে ভগবান কার্তিকের ভূমিকায় দেখা যাবে অল্লুকে। […]