জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের মেয়েদের জন্য নয়া ফতোয়া জারি আফগানিস্তানে। মেয়েদের জন্য জানলা বন্ধ করছে তালিবান! নারী স্বাধীনতায় হস্তক্ষেপ করে ফের ফতোয়া জারি করা হয়েছে। বাড়ির অন্দরমহলে, মূলত যেখানে মহিলারা রান্না করেন বা অন্যান্য গৃহকর্ম করেন, সেখানে আর জানলা রাখা যাবে […]