Mahakumbh 2025| IIT Baba: কানাডায় ৩৬ লাখের চাকরি ছেড়েছেন, সত্যের খোঁজে মহাকুম্ভে আইআইটি বাবা
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার মহাকুম্ভে হইচই ফেলে দিয়েছেন আইআইটি বাবা। মুখে দাড়ি, সুন্দরভাবে কথা বলেন এই তরুণ। একটু তালাস করতেই বেরিয়ে এসেছিল বম্বে আইআইটি থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারি করেছেন তিনি। তারপর গ্রাফিক্সেও কোর্স করেছেন। তাতেও ভালো লাগেনি। সত্যের খোঁজে বেরিয়ে পড়েছেন পথে পথে। হরিয়ানার বাসিন্দা ওই যুবকের নাম অভয় সিং। ক্রমশ জানা যাচ্ছে তার […]