খাস কলকাতায় ফের সামনে এল বাড়ি হেলে পড়ার ছবি,তপসিয়ায় বহুতলের উপর বিপজ্জনকভাবে হেলে বাড়ি
<p><strong>কলকাতা :</strong> কলকাতা থেকে জেলা, রাজ্যের বিভিন্ন জায়গায় আজও কুয়াশার দাপট। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায়, গণ পরিবহণে তার প্রভাব পড়েছে। পূর্ব বর্ধমানের কাটোয়ায় সকাল থেকে বন্ধ ফেরি পরিষেবা। দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয়েছে কাটোয়া-শাঁখাই, ও কাটোয়া-বল্লভপাড়া ফেরিঘাট। কাটোয়া-শাঁখাই ঘাটটি কেতুগ্রাম সহ বীরভূম ও মুর্শিদাবাদের একাংশের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী ফেরিঘাট। অন্যদিকে কাটোয়া-বল্লভপাড়া ফেরিঘাটটি নদিয়ার […]