Chow Mein Fight: ৩০ মিনিট দেরিতে কেন চাউমিন? কিশোরকে ‘পিটিয়ে মারলেন’ স্থানীয় নেতা!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চাউমিন নিয়ে মারপিট। সেই চাউমিন নিয়ে মারপিটের জেরে প্রাণ হারাল ১৪ বছরের এক কিশোর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ওড়িশায়। ওড়িশার জাজপুরের গোবিন্দপুর গ্রামে রাস্তার ধারে একটি খাবারের দোকানে চাউমিন দেরিতে পরিবেশন করা নিয়ে ঝগড়া বাধে। বচসার সময় ১৪ বছরের ওই কিশোরকে বেধড়ক মারধর করা হয়। আর তাতেই প্রাণ হারায় ওই […]