জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদের সঙ্গে যোগ সন্দেহে দেশের ৮টি রাজ্যের ১৯ টি জায়গায় তল্লাশি NIA-র
<p>ABP Ananda Live: জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদের সঙ্গে যোগ সন্দেহে দেশের ৮টি রাজ্যের ১৯ টি জায়গায় তল্লাশি এনআইএ-র। অসম, মহারাষ্ট্র, বিহার, বাংলা, জম্মু-কাশ্মীর, রাজস্থান, গুজরাটে তল্লাশি NIA-র। উদ্ধার মোবাইল ফোন, পেন ড্রাইভ, সিডি, হার্ড ডিস্ক। ধৃত শেখ সুলতান সালাহ্উদ্দিন আয়ুবির থেকে তথ্যের ভিত্তিতে তল্লাশি। বাংলার হুগলি, অসমের গোয়ালপাড়া, ঔরঙ্গবাদ, মুম্বই, অমরবতী, ঝাঁসি, বরেলি, সাহারানপুর, বারামুলায় তল্লাশই। </p> […]