৩ বছর ধরে ১০০ দিনের কাজের টাকা বন্ধ, রাজ্য বিজেপির দফতর ঘেরাও করল ৫ টি শ্রমিক সংগঠন
<p>ABP Ananda LIVE : তিন বছর ধরে ১০০ দিনের কাজের টাকা বন্ধ, এই অভিযোগে রাজ্য বিজেপির দফতর ঘেরাও করল ৫ টি শ্রমিক সংগঠন। বিক্ষোভ চলাকালীন সেকানে আসেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। গেট খালি করতে বলেন তিনি। তা সত্ত্বেও অবস্থানে অনড় আন্দোলনকারীরা।</p> <p><strong>এবিপি আনন্দে খবর সম্প্রচারের জের, সমস্ত হাসপাতালকে এই নির্দেশ পাঠাল স্বাস্থ্য ভবন<br /></strong></p> […]