বেতন চাইতে এসে কেঁদে ভাসালেন চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মী
সৌরভ বন্দ্যোপাধ্যায়, চুঁচুড়া: বকেয়া বেতন চাইতে এসে কেঁদে ভাসালেন হুগলি- চুঁচুড়া পুরসভার অস্থায়ী একজন মহিলা কর্মী (Hooghly-Chinsurah Municipality)। বেতনের দাবিতে ঘেরাও করলেন হুগলি-চুঁচড়া পুরসভার প্রধানকেও। দেখালেন তাঁকে ঘিরে বিক্ষোভও। বিক্ষোভকারীদের সূত্রে জানা গেছে, বেতন হয়নি দু’মাস। সংসার চলছে না,কবে বেতন দেওয়া সেই বিষয়েও কোননও সদুত্তর নেই পুরসভার। তাই আজ বেতন দিন চেয়াম্যানের কাছে এই দাবি […]