পড়ুয়াদের ভর্তি নিলেও ক্লাস হত না, মানা হত না নিয়ম; ২১ স্কুলের অনুমোদন বাতিল
নয়াদিল্লি: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ওরফে সিবিএসই সারা দেশ জুড়ে ২১টি স্কুলের অনুমোদন বাতিল করেছে। সেই সমস্ত স্কুলগুলিকে (CBSE) নকল স্কুল হিসেবে চিহ্নিত করেছে বোর্ড। এর মধ্যে খোদ রাজধানী দিল্লিতেই রয়েছে ১৬টি স্কুল এবং বাকি ৫টি স্কুল (School Affiliation) রয়েছে রাজস্থানে। এই দুই রাজ্যের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে ছিল এই স্কুলগুলি। সিবিএসই জানিয়েছে এই […]