এক ধাক্কা কাটতে না কাটতেই অন্য বিপদ, নেমে এল শত্রু-সম্পত্তি আইনের খাঁড়া, সর্বস্ব হারাবেন সেফ?
নয়াদিল্লি: কর্মসূত্রে বাণিজ্যনগরীর বাসিন্দা। কিন্তু জন্মসূত্রে শিকড় প্রোথিত ইতিহাসের পাতায়। খ্যাতি, প্রতিপত্তি, শিকড় থেকে বিচ্ছিন্ন করতে পারেনি। কিন্তু এই মুহূর্তে জীবনের সন্ধি ক্ষণে দাঁড়িয়ে পতৌদি পরিবারের উত্তরাধিকারী তথা অভিনেতা সেফ আলি খান। শত্রু-সম্পত্তি আইনের আওতায় নবাব পরিবারের সম্পত্তির উপর সরকারি দখলদারি কায়েম হওয়ার মুখে। নিজের বাড়িতে হামলার শিকার হওয়ার পর সবে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন […]