আমাদের মেয়ের মামলাটি বিরলের মধ্যে বিরলতম,তা CBI সেভাবে প্রমাণ করতে পারেনি:নির্যাতিতার মা
<p>ABP Ananda Live: নির্যাতিতার মা বলেন, "আমাদের প্রশাসনিক ক্ষমতার অধিকারী মুখ্যমন্ত্রী সবসময় বলেন, ‘আমার কথাতেই সব হয়’। তার মানে ওঁর কথাতেই সব হয়েছে। বিরোধীদের ফাঁদে পা দেওয়ার কথাই ওঠে না। আমরা সব হারিয়ে ফেলেছি। মেয়ের বিচার পাওয়ার আশায় আমাদের বেঁচে থাকা।" তদন্ত নিয়েও ফের অসন্তোষ প্রকাশ করেন তিনি। বলেন, "আমি বলব সঞ্জয় অবশ্যই অপরাধী। কিন্তু […]