বাংলাদেশ সীমান্তে এবার চোরাকারবারিদের হাতে আক্রান্ত BSF, শূন্যে গুলি চালাতে হল
সুকান্ত মুখোপাধ্যায়, সমীরণ পাল, বিটন চক্রবর্তী: মৌলবাদের অতলে বাংলাদেশ যতই তলিয়ে যাচ্ছে, ভারত সীমান্তে বাড়ছে বাংলাদেশি দুষ্কৃতীদের দাপট। ত্রিপুরার পর এবার মালদা। বাংলাদেশি চোরাচালানকারীদের রুখতে গিয়ে কালিয়াচক সীমান্তে আক্রান্ত হল BSF. সীমান্তরক্ষী বাহিনী সূত্রে খবর, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয়, আত্মরক্ষায় […]