জ্যোতিপ্রিয়র জেলমুক্তির পরই বুকে ব্যথা শুরু পার্থ-র, প্যানিক অ্যাটাক প্রাক্তন শিক্ষামন্ত্রীর
কলকাতা: জ্য়োতিপ্রিয় মল্লিকের জেলমুক্তির পরই প্য়ানিক অ্য়াটাক পার্থ চট্টোপাধ্য়ায়ের, প্রেসিডেন্সি জেল সূত্রে খবর। বালুর জামিনের পরই বুকে ব্য়থা শুরু হয় প্রাক্তন শিক্ষামন্ত্রীর, খবর সূত্রের। পার্থ চট্টোপাধ্য়ায়কে পরীক্ষা করেছেন হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ। জেল কর্তৃপক্ষের তরফে চিকিৎসার জন্য় SSKM- এ চিঠি দিয়ে মেডিক্য়াল টিম গঠনের কথা বলা হয়েছে। আরও পড়ুন, মাত্র ২০ কিমি দূরে সীমান্ত, গোয়ালপোখরকাণ্ডে পলাতক […]