মুখ্যমন্ত্রীর আলিপুরদুয়ার জেলা সফরেই কি ফুল বদল সেরে ফেলবেন জন বার্লা?
<p>ABP Ananda Lie: মুখ্যমন্ত্রীর আলিপুরদুয়ার জেলা সফরেই কি ফুল বদল সেরে ফেলবেন জন বার্লা? রাজ্য রাজনীতিতে এই জল্পনাই জোরাল হয়েছে । মুখ্যমন্ত্রীর সরকারি অনুষ্ঠানে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে আমন্ত্রণ ঘিরে জল্পনা জোরাল। গত লোকসভা ভোটে জন বার্লাকে টিকিট দেয়নি বিজেপি। তারপর থেকেই পদ্মশিবিরে বেসুরো জন বার্লা। সেই বার্লাকেই কাল আলিপুরদুয়ার জেলায় মুখ্যমন্ত্রীর সরকারি সহায়তা প্রদান অনুষ্ঠানে […]