আশা ছিল পুরনো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার, না শোধরালে সাম্প্রদায়িক শক্তি রাজ্য দখল করবে: জহর
কলকাতা: প্রাক্তন আমলা, প্রাক্তন কেন্দ্রীয় সংস্কৃতি সচিব, প্রসার ভারতীর প্রাক্তন সিইও। বাম জমানায় এবং তৃণমূল জমানায় বাংলায় কাজ করেছেন যেমন, তেমনই মনমোহন সিংহের আমলেও সচিব ছিলেন। প্রাক্তন IAS জহর সরকার তিন বছর আগে রাজনীতিতে প্রবেশ করায় তাই আশার আলো দেখেছিলেন অনেকেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল তাঁকে সাংসদ হিসেবে রাজ্যসভায় পাঠিয়েছিল। কিন্তু আর জি কর কাণ্ডের […]