পাঁচে পাঁচ, ধোনি জাডেজাদের সিএসকেকে পিছনে ফেলে বিশেষ তালিকায় ফের শীর্ষে কোহলিদের আরসিবি
নয়াদিল্লি: আইপিএলে (IPL) ট্রফি জয়ের ভাঁড়ার শূন্য। তাতে কী। বিরাট কোহলিদের ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) কোনওদিনই জনপ্রিয়তায় পিছনে ছিল না। আইপিএলের সবথেকে জনপ্রিয় দল হিসাবে নিজেদের শাসন অব্যাহত রাখাল আরসিবি। ভারতের ‘গার্ডেন সিটি’-র ফ্র্যাঞ্চাইজি সোশ্যাল ইনসাইডার এবং সিএম, দুই সোশ্যাল মিডিয়া অ্যানালিটিক্স টুলের বিচারে জনপ্রিয়তায় সবথেকে এগিয়ে। আবারও। এই নিয়ে নাগাড়ে পাঁচ […]