কৃত্রিম সালোকসংশ্লেষ ঘটিয়ে মিলল অক্সিজেন, রকেটের জ্বালানি, অসামান্য সাফল্য পেল চিন
নয়াদিল্লি: মহাকাশ অভিযানে একের পর এক মাইলফলক তৈরি করে চলেছে চিন। এবার প্রকৃতির হিসেব নিকেশই পাল্টে দিলেন চিনের বিজ্ঞানীরা। কৃত্রিম উপায়ে মহাকাশে সালোকসংশ্লেষ ঘটিয়ে নজির তৈরি করলেন। তাঁদের এই সাফল্যে শোরগোল পড়ে গিয়েছে মহাকাশ বিজ্ঞানের জগতে। মহাকাশে গবেষণায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ এই কৃত্রিম সালোকসংশ্লেষ প্রক্রিয়া। (Artificial Photosynthesis in Space) মহাকাশ গবেষণার কাজ এগিয়ে নিয়ে যেতে […]