এই ১০ বোন যদি ওই ১০ জনকে ভাইফোঁটা দিতেন তাহলে পৃথিবীতে মুষলধারায় শান্তি আসতো!
স্বরূপ দত্ত রাত পোহালেই ভাইফোঁটা।সব বোনরা তাদের ভাইয়ের মঙ্গল কামনা করে কপালে ফোঁটা দেবে। যমের দুয়ারে পড়বে কাঁটা। শত্রুর মুখে পড়ুক ঝাঁটা। এই রীতিতে ভাইয়েরা কতটা ভালো থাকে, সে তো সমাজই জানে। কিন্তু এমন দিনে বোনের হাত থেকে কপালে একটা ফোঁটা নিতে পারলে তো সেই ভাইয়ের কপালটাই ফাঁকা! যাক সে সব, এবার ঢুকে পড়ি প্রসঙ্গে। […]