রাহুলকেও পেল না নাইট রাইডার্স, ১৪ কোটি মূল্যে দিল্লিতে যোগ দিলেন কর্ণাটকী ব্যাটার
জেড্ডা: লখনউ সুপারজায়ান্টসে (Lucknow Supergiant) তিনি যে থাকবেন না আর, তার আভাস মিলেছিল গত মরশুমেই। মাঠেই যেভাবে লখনউয়ের মালিক সঞ্জীব গোয়েঙ্কা তাঁকে ভর্ৎসনা করেছিলেন, তা ভালভাবে নেননি দেশের ক্রিকেটপ্রেমীরাও। এই পরিস্থিতিতে রিটেনশনের তালিকাতে স্বাভাবিকভাবেই রাহুল ছিলেন না। নিলামে ২ কোটি বেস প্রাইস রাখা রাহুলকে শেষ পর্যন্ত ১৪ কোটি টাকা মূল্যে দলে নিল দিল্লি ক্যাপিটালস। কর্ণাটকী […]