রেশন বণ্টন মামলায় জামিন পেলেন আনিুসরও, গ্রেফতারি, মামলা হলেও প্রমাণ কই? ফের ধাক্কা খেল ED
কলকাতা: রেশন-বণ্টন মামলায় জামিন পেয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। এবার ওই মামলায় জামিন পেলেন আনিসুর রহমান। দেগঙ্গায় তৃণমূলের ব্লক সভাপতি আনিসুর। বুধবার আদালতে জামিন পেলেন তিনি। রেশন বণ্টনে দুর্নীতি হয়েছে বলে মামলা করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু মামলা করলেও, তার সপক্ষে প্রমাণ দিতে ED ব্যর্থ হয়েছে বলে আগেই আদালতে সওয়াল করেছিলেন আনিসুরের আইনজীবী। আনিসুরের জামিনে ED ধাক্কা পেল […]