কবের মধ্যে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলিকে নিজেদের রিটেনশন তালিকা প্রকাশ করতে হবে?
নয়াদিল্লি: শনিবার, ২৮ সেপ্টেম্বর আইপিএলের গভর্নিং কাউন্সিলের তরফে ফ্র্যাঞ্চাইজিদের রিটনেশনের (IPL 2025 Retention) সংখ্যা এবং রিটেনশন সংক্রান্ত না না নিয়মাবলী জানানো হয়েছে। তবে কবের মধ্যে জানাতে হবে এই রিটনেশন তালিকা? শনিবার বেঙ্গালুরুতে আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠক ছিল। সেই বৈঠকের পরেই আইপিএলের রিটেনশন সংক্রান্ত একগুচ্ছ নিয়ম জানানো হয়েছে। ক্যাপড এবং আনক্যাপড ক্রিকেটারদের ক্রিকেটার মিলিয়ে মোট ছয়জনকে […]