টেন্ডার দুর্নীতির মামলায় অর্জুন সিংহ-কে আজ তলব করেছে CID
<p>BJP News: ভাটপাড়া পুরসভার টেন্ডার দুর্নীতির মামলায় অর্জুন সিংহ-কে আজ তলব করেছে CID। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদকে ভবানী ভবনে হাজিরা দিতে বলা হয়েছে। নোটিসে উল্লেখ, এর আগে তলব সত্ত্বেও অর্জুন সিংহ হাজিরা না দেওয়ায় তদন্তে দেরি হচ্ছে। তাই তথ্যপ্রমাণ সমেত আজই CID দফতরে প্রাক্তন সাংসদকে হাজিরা দিতে বলা হয়েছে। হাজিরা এড়ালে অর্জুনের বিরুদ্ধে আইনি পদক্ষেপেরও উল্লেখ […]