অনুব্রতর নেতৃত্বেই চলবে বীরভূমের কোর কমিটি, অভিষেকের বার্তার পরে এক টেবিলে কাজল
বীরভূম: অনুব্রতর নেতৃত্বেই চলবে বীরভূমের কোর কমিটি। সূত্র মারফত খবর, ১৫ ডিসেম্বর বীরভূমে ফের কোর কমিটির বৈঠক হবে। অভিষেকের বার্তার পরে এক টেবিলে কেষ্ট-কাজল। অনুব্রত মণ্ডল তিহাড় থেকে ফেরার পর আজ প্রথম কোর কমিটির বৈঠক বীরভূমে। মুখোমুখি হলেন অনুব্রত মণ্ডল এবং কাজল শেখআজ দুপুরে বোলপুরের তৃণমূলের জেলা পার্টি অফিসে এই বৈঠকের আয়োজন করা হয়েছিল। ৬ […]