জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘আরজি কর কাণ্ডে এবার গ্রেফতার হতে পারেন বিনীত গোয়েল’! কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক বাতিলের পর বিস্ফোরক শুভেন্দু অধিকারীরা। বিরোধী দলনেতার দাবি, ‘আরজি করের প্রাক্তন সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি-র গ্রেফতারিতে হতাশ পড়েছেন মুখ্যমন্ত্রী। সেকারণেই জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক বাতিল করে দিয়েছেন’।
আরও পড়ুন: Kolkata Hospital Molestation: কলকাতার হাসপাতালে ফের হাড়হিম ঘটনা! ঘুমন্ত মায়ের শরীরে ওয়ার্ডবয়ের…
ঘটনাটি ঠিক কী? সেই লাইভ স্ট্রিমিংয়ের দাবিতেই অনড় জুনিয়র ডাক্তাররা। নবান্নের পর এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ভেস্তে গেল কালীঘাটেও। কবে? গতকাল শনিবার। সন্ধ্যায় ৬টা মুখ্যমন্ত্রীর বাড়িতে এই বৈঠক হওয়ার কথা ছিল। বাড়ির বাইরে এসে আন্দোলনকারীর বৈঠকে বসার জন্য অনুরোধ করেন মুখ্যমন্ত্রী নিজে। কিন্তু তাতে জট খোলেনি। শেষপর্যন্ত একে একে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে যান স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য-সহ বাকিরা।
The exact cause for cancellation of the Meeting between the CM and the Junior Doctors is that Mamata Banerjee got demoralized due to the arrest of OC; Tala P.S. and Ex RG Kar Principal Sandip Ghosh in the Rape and Murder case.
She apprehends that the next person in the que may be… pic.twitter.com/4P2zGOpiqX— Suvendu Adhikari (@SuvenduWB) September 14, 2024
এদিকে ফের একটি অডিয়ো ক্লিপ প্রকাশ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর দাবি, ‘মুখ্যমন্ত্রীর বাড়ি যাওয়ার আগে শনিবার সন্ধেয় ধরণামঞ্চে জুনিয়র ডাক্তারদের নিজস্ব বৈঠকের অংশ। আপাতত এই অংশ দিলাম। এতে স্পষ্ট, একাংশ সমাধান চায়, একাংশ চায় না’।
বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘আমরা যখন টালা থানার ওসি ও সন্দীপ ঘোষের গ্রেফতারির খবর পেলাম, তখ বুঝতে পারলাম দেরিটা কেন হয়েছিল। এই দুটি খবর মুখ্যমন্ত্রীর কাছে আগেই পৌঁছে গিয়েছিল, মিডিয়ার কাছে পৌঁছনোর আগেই। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী বৈঠক বাতিল করে দিলেন। মন ভালো ছিল না। চিন্তায় পড়ে গিয়েছিলেন। এরপর সিবিআইয়ে হাতটা কার দিকে এগোবে, টালা থেকে টালির দিকে এগোবে কি। তাই মিটিং বাতিল করেছেন, দ্বিতীয় কোনও কারণ নেই’।
আরও পড়ুন: Minakshi Mukherjee: ‘পুলিস কমিশনার নাম কি বিনীত গোয়েল থেকে পালটে কুণাল ঘোষ হয়ে গেল?’
সুকান্তের কটাক্ষ, ‘মুখ্যমন্ত্রীর বিভিন্ন অনুষ্ঠান লাইভ স্ট্রিমিং করান। লাইভে উনি একাই বলবেন, কাউকে বলতে দেবেন না। আমি জানি না, ডাক্তারবাবুদের সেই দাবি ছিল না, ওনারা প্রবোচন শুনবেন। ওনারা চেয়েছিলেন আলোচনা হোক। মুখ্যমন্ত্রী লাইভে অন্য কাউকে বলতে দেবেন না। এমনকী দেখবেন প্রশাসনিক বৈঠক হয়। সেখাবে লাইভ হয়। কেউ বেশি কিছু বললে ধমকে তাঁকে বন্ধ করে দেয়। মুখ্যমন্ত্রী অন্যমত, অন্য কথা, অন্য চিন্তা কোনটাই গ্রহণ করেন না। কোনও গণতান্ত্রিক মূল্যবোধ মুখ্যমন্ত্রীর মধ্যে নেই’।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)