# Tags
#Blog

৬ দিনে ৩০০০ পয়েন্টের বেশি পড়ল বাজার, এখন এই তিন জায়গায় বিনিয়োগ করলে আপনার লাভ

৬ দিনে ৩০০০ পয়েন্টের বেশি পড়ল বাজার, এখন এই তিন জায়গায় বিনিয়োগ করলে আপনার লাভ
Listen to this article


Investment Planning: লাভ (Profit) তো দূরের কথা, উল্টে লোকসানের দিকে নেমেই চলেছে ভারতের শেয়ার বাজার (Indian Stock Market)। পরিস্থিতি এতটাই খারাপ যে, ৬টি ট্রেডিং সেশনে ৩০০০ পয়েন্টেরও বেশি পড়েছে সেনসেক্স (Sensex)। এই ক্ষেত্রে আপনি এই পাঁচ জায়াগায় বিনিয়োগ (Investment) করে লাভের মুখ দেখতে পারেন।  

আজও বাজারে পতন ঘটেছে
এদিনও টানা ষষ্ঠ সেশনের জন্য পতনের ধারা বজায় রেখেছে সেনসেক্স। যা আজ 76,171.08 পয়েন্টে ক্লোজিং দিয়েছে। আজ 123 পয়েন্ট বা 0.16 শতাংশ কমেছে এই সূচক। এদিকে, নিফটি 50 27 পয়েন্ট বা 0.12 শতাংশ পিছলে 23,045.25 এ বন্ধ হয়েছে। যেখানে বিএসই মিডক্যাপ ও স্মলক্যাপ সূচকগুলি যথাক্রমে 0.45% এবং 0.49% হ্রাস পেয়েছে। BSE- তালিকাভুক্ত কোম্পানিগুলির মোট বাজার মূলধন আগের সেশনে ₹408.5 লাখ কোটি থেকে কমে ₹407.5 লাখ কোটিতে নেমে এসেছে।

কেন পড়েই চলেছে বাজার
ক্রমাগত বাজার মন্দার পিছনে মূল কারণগুলির মধ্যে একটি হল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি। এই কারণে ক্রমবর্ধমান বিশ্ব বাণিজ্য উত্তেজনা তৈরি হয়েছে। মেক্সিকো, কানাডা এবং চিনের মতো বাছাই করা দেশগুলিকে টার্গেট করেছে আমেরিকা। এই সব দেশে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের আমদানি শুল্ক ২৫ শতাংশ বৃদ্ধির কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট।  যার ফলে ডেভেলপড নেশনের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধের সম্ভাবনা আরও বেড়েছে। যেকারণে এখনও বিনিয়োগকারীরা বাজারে সেভাবে নতুন করে প্রবেশ করছে না। 

কী কী কারণে মুখ ফেরাচ্ছে বিনিয়োগকারীরা
এখানেই শেষ নয়, বিনিয়োগকাীদের আশঙ্কায় রেখেছে, ইউএস ফেডারেল রিজার্ভে আরও রেট কমানোর ভাবনা। যা বিদেশি বিনিয়োগকারীদের ভারতের শেয়ার বাজার থেকে স্টক বিক্রি করতে উৎসাহ জোগাচ্ছে। এ ছাড়াও দেশের দুর্বল কর্পোরেট আয় ও ব্যয়বহুল স্টকের ভ্য়ালুয়েশন বাজারে সেন্টিমেন্টকে নষ্ট করেছে। যার ফলে গত ছয় সেশনে, সেনসেক্স 3,188 পয়েন্ট বা 4 শতাংশ হারিয়েছে, যেখানে নিফটি 940 পয়েন্ট বা 4 শতাংশ কমেছে।

এই তিন জায়াগায় এখন বিনিয়োগ করা যেতে পারে
গোল্ড ইটিএফ
ভারতের শেয়ার বাজার কমলেও বেড়েই চলেছে সোনার দাম। এরকম একটা সময়ে ফিজিক্যাল গোল্ড ছাড়াও গোল্ড ইটিএফ কিনে রাখতে পারেন আপনি। সেই ক্ষেত্রে আগামী দিনে এর থেকে ভাল লাভ পাবেন আপনি।

রিয়েল এস্টেট
স্টক মার্কেট পড়তেই এখন বাড়ি, ফ্ল্যাট বা জমি কেনার দিকে ঝোঁক বেড়েছে বিনিয়োগকারীদের। সেই ক্ষেত্রে কম দামে রিয়েল এস্টেটে বিনিয়োগ করে লাভবান হতে পারেন আপনিও। অনেকেই  প্রোজেক্ট শুরুর সময় এখানে বিনিযোগ করে সব শেষ হতেতে ফ্ল্যাট বা বাড়ি বিক্রি করে দেন।   

লার্জ ক্যাপ ব্লুচিপ স্টক
বাজারে যখন মিড ও স্মল ক্যাপে বিপুল ধস দেখা দিয়েছে, তখন লার্জক্যাপ ব্লুচিপ স্টকে বিনিয়োগ করতে পারেন আপনি। সেই ক্ষেত্রে এখন নীচে থাকলেও কম দামে ভাল ভ্য়ালুযেশনে পেতে পারেন এই স্টকগুলি। আগামী দিনে বাজার ওপরে গেলে যা আর ধরা ছোঁয়ার মধ্যে থাকবে না।

Stock Market Crash : বাজারের ‘বিগ বুল’রা বিপাকে ! ১০ ধনকুবের হারালেন প্রায় ৬ হাজার কোটি, দামানি, ঝুনঝুনওয়ালা ছাড়াও রয়েছে এদের নাম

আরও দেখুন



Source link

West Bengal Budget 2025 | Mamata Banerjee: ফের নিশানায় কেন্দ্র! ‘ভোট আসলে ওরা একরকম কথা বলে’, কটাক্ষ মুখ্যমন্ত্রীর!

West Bengal Budget 2025 | Mamata Banerjee:

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal