South 24 Pargana : ছাত্রীর কাউন্সিলিংয়ে ধরা পড়ল শিক্ষকের কুর্কীতি! কোচিং সেন্টারে চলত ধর্ষণ

Estimated read time 1 min read
0 0
Listen to this article
Read Time:8 Second



South 24 Pargana : ছাত্রীর কাউন্সেলিংয়ে শিক্ষকের কুকীর্তি ফাঁস। মানসিক …

source

Avatar for News18 Bangla

About Post Author

News18 Bangla

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

You May Also Like

More From Author

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

39 thoughts on “South 24 Pargana : ছাত্রীর কাউন্সিলিংয়ে ধরা পড়ল শিক্ষকের কুর্কীতি! কোচিং সেন্টারে চলত ধর্ষণ

  1. সকল ধর্ষীত মেয়ে বা মহিলাগন একটি টিম আকারে কাজ করতে হবে প্রতিশোধ নেওয়ার জন্য। যারা ধর্ষীত হয় তারা যদি চুপষে থাকে তাহলে আরো হাজার লাখো নারী ধর্ষীত হতে থাকবে। আর মহিলাদের অবশ্যই পোষাক ধর্ষনের জন্য দায়ী হতে পারে, মাবাবাও দায়ী কারন তাদের ধর্মীয় অনুশাসনে না আনা।

  2. এই সব শিক্ষক কে যা খুশি অপমান করা যায় সর্ব সমক্ষে। এর এই জঘন্য অপরাধের শাস্তি হওয়াই উচিত। আর,ঐ ধর্মের নাম,মামা ,কাকা,দাদু, দাদা কারোর ভরসায় মেয়ে শন্তান কে ছেড়ে দেওয়া উচিত নয়। মায়েদে, বাবা দের সচেতন হওয়া উচিত। অনেক সময় আত্মীয়রাও শিশু,নাবালিকা মেয়েদের যৌন নির্যাতন,নিগ্রহ করে।অসময়ে সন্ধার পর যাতায়াতে (টিউশনির) সঙ্গে থাকা উচিত।মেয়েদের ছোটবেলা থেকেই ক্যারাটা,বক্সিন সেখানো উচিত। বিনদনের নাচ নয়।🙄😏

  3. বিশ্বনাথ এর মতো ধর্ষক দের ফাঁসি নয়, সাজা একটাই পুরুষাঙ্গ কেটে বাদ দেওয়া।

  4. আমিও বাড়িতে গিয়ে পড়াই। এই সব দেখে নিজেরই ভয় লাগে মানুষ কী করে এক জনকে বিশ্বাস করবে।কোথায় যাচ্ছি আমরা।

  5. আপনারা সবকিছুতেই হাঁটু জলে সাঁতার কাটেন ❓
    রাস্তার পাশে হলে ই তো সুবিধে মানুষের আসতে যেতে।
    মনে হচ্ছে আপনাদের ই অসুবিধা ❓😊

  6. 04.10.'24. সমাজ সংগঠনের উদ্দেশ্যে একমাত্র শিক্ষনীয় শাস্তি: যথাযথ বহুল প্রচার সাপেক্ষে দুষ্কৃতিকারী ও ভন্ড পোশাকিদের "দুষ্ট অঙ্গ" সম্পূর্ণ ছেদ করা। মৃত্যুদণ্ড এর সঠিক বিচার হতে পারে না যে তাও প্রমাণিত। কারণ: অনাচারের উদাহরণ হয়ে মেয়েটি যেমন বেঁচে থাকে/থাকবে তেমনই, বিচার প্রাপ্ত "অনাচারী" হিসেবেও বাঁচিয়ে রাখতে হবে এই রকম বদ কর্মীদের "শাস্তিপ্রাপ্ত খোজা" হিসেবে, চলমান উজ্জল উদাহরণ প্রতিষ্ঠা করে। না হলে সমাজের রন্ধ্র থেকে এই দোষ দূর করা তো দূরের কথা কমিয়ে আনাও কঠিন। দিন দিন দেখাই যাচ্ছে ক্ষেত্র বিশেষে নারী হিসেবে আবাল বৃদ্ধ বনিতা কেউই স্বাধীন নয়। নিজ গৃহ থেকে উচ্চ আদালতের মধ্যে যে কেউ (লুলা ফকির থেকে জজ-ব্যারিস্টার বাদ নয়) সহ পিতা ভ্রাতাও অনির্ভরযোগ্য প্রমাণিত হচ্ছে।

  7. যে/যারা অনাচারী, সামাজিক ও পারিবারিক সূত্রে সে/তারা কারোও সন্তান, স্বামী বা পিতা। -সংসারের উপার্জনক্ষম ব্যক্তি। চরিত্র স্খলনের জন্য নিশ্চয়ই কোন মাতা, স্ত্রী, সন্তান… দায়ী বা ভুক্তভুগী হতে পারে না। মৃত্যুদণ্ড সমাজ সংসারে একাধিক পরিজনদের উপর মরার উপর খাড়ার ঘা হলে তা'ও দুর্বিষহ। সমাজকে অকল্যানে আরও দ্রুত ডোবাতে সক্ষম।

  8. ছিঃ! এটা কি কোনো 'ধর্ম ' ? নাকি ধর্মের নামে বিরাট একটা 'অধর্ম '? ১১২ ফুট উচ্চতা বিশিষ্ট প্রতিমা, সেই অনুযায়ী সর্বত্রই বড়ো বড়ো অপ চয়,বড়ো বড়ো দুর্নীতি, বড়ো বড়ো অশান্তি,হাস পাতালে রোগীদের উপযুক্ত পরিষেবাদান বন্ধের ফলে অনেক অপ্রত্যাশিত মৃত্যু,অবাঞ্ছিত যান জট,পুলিশ প্রশাসনের রাতের ঘুম হারাম, মণ্ডপে মণ্ডপে,হোটেলে রেষ্টুরেন্টে, রাস্তা ঘাটে সর্বত্রই মদ আর মাতালের ছড়াছড়ি, কঠোর নিরাপত্তার বেড়া জাল টপকেও নারীদের শ্লীলতাহানির অজস্র ঘটনা বা ঘটার অধিক সম্ভাবনা, আনন্দ উপভোগের নামে উন্মত্ততা অসভ্যতা ও অশ্লীলতা ইত্যাদি ইত্যাদি….. শেষে বিসর্জনের ঘাটে আপাদমস্তক সেবন করা মদের প্রতিক্রিয়ায় প্রতিমা চাপা পড়ে অনেকেরই প্রায় বছর মায়ের সাথেই নিজেদের জীবনটারও অকাল বিসর্জন! এরই নাম কি ধর্ম?

  9. যৌনাঙ্গ ছ্বেদ করে সারা অঙ্গে ধর্ষণকারী ট্যুআটু করে মালটাকে বাজারে ছেড়ে দেওয়া উচিত ।

  10. সদ্য যৌবন প্রাপ্ত মেয়েদের বাবা মায়ের উচিত শুধু শিক্ষক নয় সমাজের সর্বস্তরে পুরুষ দের কাউকে বিশ্বাস করবেন না।যে যতো ই আপন হোক প্রতিটি পুরুষ তার মনে কামনা সুপ্ত অবস্থায় থাকে আমরা বুঝতে পারি না।আর বাবামায়ের উচিত পোশাক এমনটা পরাবেন না যটা পরলে মেয়েদের শরীরের গোপন অঙ্গ গুলোর অবস্থা বোঝা যায়।

  11. দাদা সোদপুরে 100 ফুট উচ্চতার দুর্গা প্রতিমা হচ্ছে তাহলে সেটাকেও বন্ধ করা হোক.। একই যাত্রায় পৃথক ফল হবে কেন। আসলে ওই ডাইনি টাকে দিয়ে ফিতা কাটানোর বন্দোবস্ত করলেই এই পুজোর সব সমস্যাই কেটে যেত জনগণ সবই বোঝে।

  12. প্রশাসন পুলিশ সবাই অনুমতি দিয়েছিল, পরে মমতার বলার পর সব কেনসেল করে দেয়😡 ভিড় নিয়ন্ত্রণ করা তো পুলিশ ও প্রশাসনের কাজ,তারপরেও পুজো উদ্যোক্তাদের তরফ থেকে 500 জন স্বেচ্ছাসেবী থাকবে বলেছিল,,আসলে গোটাটাই Durty Polítics😡😡

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *