Soham Chakraborty: সোহমের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ নিউটাউনের রেস্তোরাঁ মালিক | ABP Ananda LIVE

Estimated read time 1 min read
Listen to this article



ABP Ananda LIVE: সোহম চক্রবর্তীর(Soham Chakrabory) বিরুদ্ধে এবার হাইকোর্টের …

source

You May Also Like

More From Author

38Comments

Add yours
  1. 2
    @bumba946

    দাদা আপনি লড়ে যান আপনার সঙ্গে আমি আছি, সোহম এর জেলে ঢোকালে ঠিক হবে

  2. 6
    @abhijitchatterjee401

    এদিকে সোহম কাণ্ডে মুখ খোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘জয় নম্র ও বিনয়ী হতে শেখায়। তৃণমূল কংগ্রেসের সকল নেতা ও সদস্য়দের অনুরোধ করছি জনগণ আমাদের প্রতি যে আস্থা রেখেছেন তাতে ভরসা রাখুন ও সেই আস্থাকে স্বীকৃতি দিয়ে সম্মান জানান। নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের আদেশের কাছে ঋণী এবং তাদের উচিত আরও দায়িত্বশীলভাবে কাজ করা।’ সোহম কত বড় দাদা হয়ে গেল 😅😅😅😅

  3. 9
    @tarunpradhan

    "মহানায়ক" হওয়ার সুবাদে রিয়েল হিরো সোহম তাহার প্রতিভা তুলে ধরেছে। ওটা সিনেমার সুটিং ছিল। সত্যি কারের না সিরিয়াল এর সুটিং ছিল বা সিনেমার কোনটা ঠিক তাহা ঠিক করবেন আদালত। যেহেতু আইন এ গেছে। আইন সবার জন‍্য। কি কারনে হোটেল বা রেস্তোরাঁ ফ্রিতে দল ফ্রিজ করা উচিত আইনের রক্ষক কে পুঙ্খানুপুঙ্খ বিচারের প্রয়োজন।

  4. 12
    @sailendeuri3050

    মদন, দিদি ও বলছিল যে বালু দূৰ্নীতি কৱে বলে দিদি মনে কৱে না। আমৱা যদি ভূল (দূৰ্নীতি)কৱি কেউ বললে শুধৱি নিতাম।

  5. 15
    @proudindians2265

    এই রচনা একটা ৪২০ মাগি, সোহমের মত, । ওর কথাটা শুনুন। বলছে কি হয়েছিল একমাত্র সোহম বলতে পারবে। সবার সামনে হয়েছে সিসি টিভির সামনে। সোহম ১০০% মিথ্যা বলছে।

  6. 16
    @proudindians2265

    সোহম রচনা শতাব্দী মদন এদের বাড়ির কালচার শিক্ষা ভাল নয়। এটাই প্রমাণ করছে মাস্তানিকে সাপোর্ট করে।

  7. 24
    @debasreediary2728

    রেস্তোরাঁর মালিক তাহলে সংখ্যালঘু। আজকে টিএমসি জিতেছো সংখ্যালঘুর ভোটে। কি সংখ্যালঘু ভাই-বোনেরা দেখছেন তো কাকে ভোট দিয়ে এনেছেন! আরো দেখতে থাকুন। দেখা যাক কতদূর যায় এই ঘটনা। আমরা সবাই রেস্তোরাঁ মালিকের পাশে আছি।

  8. 25
    @elorachowdhury1925

    তৃণমূলের বহূ টাকা খেয়ে ফেলে একদম রাক্ষষের মত চেহারা হয়েছ সোহমের। সেই ১৩ পারবনের সোহম এটা নয়। এটা রাক্ষষ সোহম।

  9. 28
    @RadhashyamTantubay

    যাই হোক, কাউকে মারধর করাটা ভীষণ অপরাধ। গায়ে হাত তোলার মতো অপরাধ আর কিছু হয় না।এটা স্বাধীন ভারতের পক্ষেও কষ্টকর।

  10. 29
    @উত্তমগায়েন

    আরে সোহম অভিনয় যখন করছি তখন তো কত ভালো ছিলি একটু হরলিক্স দাও চেটে চেটে খাবো এখন কি নেতা হয়ে গেছিস পাছাটা কুত্তা

+ Leave a Comment