# Tags
#Blog

Shah Rukh Khan Fan: ৯৫ দিন রোদ-জল-ঝড়ে মন্নতের বাইরে ধরনা, খবর পেয়েই বেরিয়ে এলেন শাহরুখ…

Shah Rukh Khan Fan: ৯৫ দিন রোদ-জল-ঝড়ে মন্নতের বাইরে ধরনা, খবর পেয়েই বেরিয়ে এলেন শাহরুখ…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সারাবছরই যে তারকার বাড়ির বাইরে ভক্তরা জমা হয়ে থাকেন, সেই বাড়িটি অবস্থিত বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডে, নাম মন্নত। সকলেরই জানা বাড়ির মালিক শাহরুখ খান। কিংখানের দেখা পেতেই  ভিড় জমান ফ্যানেরা। তবে এবারে একেবারে ধর্ণায় বসেছিলেন এক ভক্ত। তাও ১-২ দিন নয়, টানা ৯৫ দিন। অবশেষে তিনি দেখা পেলেন মেগাস্টারের। 

আরও পড়ুন- Sunny Leone Wedding: মলদ্বীপে গোপনে বিয়ে! তিন সন্তানের হাত ধরেই ফের মন্ডপে সানি লিওন…

২ নভেম্বর ছিল শাহরুখের জন্মদিন। সেদিনই তিনি জানতে পারেন যে তাঁর সঙ্গে দেখা করার জন্য, কথা বলার জন্য ৯৫ দিন ধরে এক ভক্ত অপেক্ষা করছেন মন্নতের বাইরে। তাঁর নাম শেখ মো. আনসারি। শাহরুখ ভক্ত আনসারির বাড়ি ঝাড়খণ্ডে। সেখানে তাঁর একটি কম্পিউটারের দোকান রয়েছে। শাহরুখ খানের সঙ্গে দেখা করতে ৯৫ দিন ধরে মন্নতের বাইরে অপেক্ষা করেন তিনি। আর এই পুরো সময়টাই তাঁর দোকান বন্ধ রয়েছে। এতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর পরিবার এবং তাঁর সঙ্গে যে টাকা ছিল তাও প্রায় শেষ। কিন্তু এতেও আফসোস নেই আনসারির।

শাহরুখ খান ফ্যান ক্লাবের ভেরিফায়েড এক্স (টুইটার) হ্যান্ডেলে ওই ভক্তের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা, ‘কিং খান সেই ভক্তের সঙ্গে দেখা করেছেন, যে ঝাড়খণ্ড থেকে মুম্বইয়ে এসে ৯৫ দিনের বেশি সময় মন্নতের বাইরে অপেক্ষা করছিলেন। শাহরুখ খান তাঁর স্বপ্নপূরণ করেছেন।’ এক সাক্ষাত্‍কারে শাহরুখ খানের সঙ্গে দেখা করার আগে শেখ মো. আনসারি বলেছিলেন, ‘অনেক লোকসান হয়েছে, হোক। কী করব?’

আরও পড়ুন- Gan Bangla’s Taposh Arrest: বদলের বাংলাদেশে গ্রেফতার হাসিনা-ঘনিষ্ঠ তাপস, কোন মামলায় ৭দিনের রিমান্ডে গান বাংলার চেয়ারম্যান?

গত সেপ্টেম্বর মাসে প্ল্যাকার্ড হাতে প্রথম মন্নতের বাই দেখা যায় আনসারিকে। তাতে লেখা ছিল— ‘শাহরুখ খান আমার প্রিয় নায়ক। আমি তাঁর খুব বড় ভক্ত। আমি ওঁর সঙ্গে দেখা করতে চাই। ওঁর সঙ্গে দেখা করার পরই আমি বাড়ি যাব। দিনের পর দিন ধরে আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছি। ওঁর সঙ্গে দেখা হলেই আমি বাড়ি ফিরব।’

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal