<p>উত্তরপাড়ায় গঙ্গার ঘাটে তর্পণ, প্রদীপ ভাসিয়ে প্রতিবাদ। উত্তরপাড়া গেট ও উত্তরপাড়া সখেরবাজার থেকে মিছিল করে এসে প্রতিবাদীরা জড়ো হন দোলতলা ঘাটে। উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিয়ে মহিষাসুরমর্দিনী শুনে গঙ্গায় প্রদীপ ভাসিয়ে দেন তাঁরা।<br /><br />চুঁচুড়া আর শ্রীরামপুরেও মহালয়ায় ভোর দখল। ঢাক বাজিয়ে, নাচের তালে প্রতিবাদ জানালেন মহিলারা। প্ল্যাকার্ড নিয়ে শ্রীরামপুর বটতলা থেকে মিছিল করে গঙ্গার ঘাটে এলেন তাঁরা। চুঁচুড়াতেও হল প্রতিবাদ মিছিল।<br /><br /></p>
<p>রাত থেকে ভোর, বিচারের দাবিতে পথে মানুষ। মহালয়ার ভোরে মহিষাসুরমর্দিনীর সুরে প্রতিবাদ। ঘাটে ঘাটে তর্পণ, তিলোত্তমার বিচারের দাবিতে জলে ভাসল প্রতিবাদের প্রদীপ। প্রবল বৃষ্টির মধ্যেই বেহালায় অভয়ালয়া। রাস্তার ধারে মানববন্ধন প্রতিবাদীদের। সবার হাতে উড়ল জাতীয় পতাকা। পুজোয় আছি, উৎসবে নেই, একসুরে গর্জে উঠলেন প্রতিবাদীরা। </p>
Source link
উত্তরপাড়ায় গঙ্গার ঘাটে তর্পণ, প্রদীপ ভাসিয়ে প্রতিবাদ
Read Time:1 Minute, 51 Second