RG Kar News: আন্দোলনের ৩৬দিন, অবশেষে মুখ্যমন্ত্রীর সঙ্গে ডাক্তারদের বৈঠক। কালীঘাটের বাড়িতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শুরু জুনিয়র ডাক্তারদের। ডাক্তারদের শর্তে সায়, ২ স্টেনোগ্রাফারকে নিয়েই বৈঠকের অনুমতি । খুলল ব্যারিকেড, মুখ্যমন্ত্রীর বাড়ির গলিতে ডাক্তারদের বাস । প্রোটোকল ভেঙে ডাক্তারদের বাসের জন্য উঠল ব্যারিকেড। ‘প্রথম থেকেই আমাদের যে দাবি ছিল সেটাতেই আমরা এখনও অনড় আছি। আমরা লাইভ স্ট্রিমিং হলেই তবে আমরা যাব। সত্য যাতে বেরিয়ে আসে এই কারণেই আমরা পিছ পা হয় না। আমরা প্রথম থেকে যে যুদ্ধটা করে আসছি কোনওভাবেই কেউ মনে করবেন না আমরা সেই যুদ্ধ থেকে বেরিয়ে আসছি। আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, করব’, মন্তব্য আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকের। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের ফের বৈঠকের ডাক। বিকেল ৫টায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে আসতে বলে চিঠি মুখ্যসচিবের। ভাগ করা হবে বৈঠকের লিখিত কার্যবিবরণী, উল্লেখ চিঠিতে। এটাই পঞ্চম তথা শেষবার বৈঠকের আবেদন। উল্লেখ সরকারের পাঠানো চিঠিতে। বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী। সিদ্ধান্ত নিতে আলোচনা শুরু আন্দোলনরত চিকিৎসকদের। এটাই পঞ্চম তথা শেষবার বৈঠকের আবেদন। উল্লেখ সরকারের পাঠানো চিঠিতে। বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী। সিদ্ধান্ত নিতে আলোচনা শুরু আন্দোলনরত চিকিৎসকদের।