# Tags
#Blog

পুজোর আগেই ১০ দফা দাবিতে ফের কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা, কী কী দাবি তুললেন ?

পুজোর আগেই ১০ দফা দাবিতে ফের কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা, কী কী দাবি তুললেন ?
Listen to this article



<p><strong>কলকাতা : </strong>ফের রাজ্যজুড়ে পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা । ৮ ঘণ্টা জিবি বৈঠকে এই সিদ্ধান্ত নিলেন চিকিৎসকরা। সরকার নিরাপত্তা দিতে না পারায় এই সিদ্ধান্ত বলে দাবি করেছেন আন্দোলনকারী চিকিৎসকরা। মোট ১০ দফা দাবি তুলে পূর্ণ কর্মবিরতিতে তাঁরা।</p>
<p><strong>কী কী রয়েছে সেই দাবিতে ?</strong></p>
<ul>
<li>দীর্ঘসূত্রিতায় বিভ্রান্ত না করে দ্রুত স্বচ্ছতার সঙ্গে ন্য়ায়বিচার সুনিশ্চিত করতে হবে।&nbsp;</li>
<li>স্বাস্থ্যসচিবকে অবিলম্বে তাঁর পদ থেকে অপসারণ করার পাশাপাশি</li>
<li>স্বাস্থ্যক্ষেত্রে প্রশাসনিক অক্ষমতা ও দুর্নীতির দায় স্বাস্থ্য়মন্ত্রককে নিতে হবে।&nbsp;</li>
<li>অন্য়দিকে, রাজ্যের সমস্ত হাসপাতাল ও মেডিক্য়াল কলেজে কেন্দ্রীয় রেফারাল ব্যবস্থা, ডিজিটাল বেড ভ্যাকান্সি মনিটর চালু করার দাবি জানান তাঁরা।</li>
<li>পাশাপাশি নিরাপত্তার স্বার্থে হাসপাতালগুলিতে সিসিটিভি ক্য়ামেরা,</li>
<li>অন কল রুম, বাথরুমের সঙ্গে হেল্পলাইন নম্বর, প্যানিক বোতামের ব্যবস্থা করার দাবি জুনিয়র ডাক্তারদের।</li>
<li>এছাড়াও, হাসপাতালগুলিতে পুলিশি সুরক্ষা বাড়ানো,</li>
<li>প্রতিটি মেডিক্য়াল কলেজে থ্রেট সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে তদন্ত কমিটি বসিয়ে, তাদের শাস্তি দিতে হবে। রাজ্য়স্তরে তদন্ত কমিটি তৈরি করতে হবে।&nbsp;</li>
<li>সিভিক ভলান্টিয়ারের বদলে স্থায়ী পুরুষ ও মহিলা পুলিশকর্মী নিয়োগ করার দাবি তোলা হয়েছে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের তরফে।&nbsp;</li>
<li>WBMC ও WBHRB-এর অভ্যন্তরে যে ব্যাপক দুর্নীতি ও বেনিয়মের অভিযোগ আছে, তার সাপেক্ষে দ্রুত তদন্তপ্রক্রিয়া শুরু করতে হবে।</li>
</ul>
<p>সোমবার <a title="সুপ্রিম কোর্ট" href="https://bengali.abplive.com/topic/supreme-court" data-type="interlinkingkeywords">সুপ্রিম কোর্ট</a>ে প্রধান বিচারপতির সামনে দাঁড়িয়ে জুনিয়র চিকিৎসকদের আইনজীবী ইন্দিরা জয়সিং বারবার এটাই বোঝানোর চেষ্টা করেন, জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি শেষ করে কাজে ফিরে গেছেন ! এমনকী, সাগর দত্ত মেডিক্য়াল কলেজে হামলার প্রসঙ্গও তিনি তোলেননি। আর এরপরই সোমবার রাতভর বৈঠক করে সেই নিরাপত্তা-সুরক্ষা সহ একগুচ্ছ দাবিতেই ফের রাজ্য়জুড়ে কর্মবিরতি শুরু করলেন জুনিয়র চিকিৎসকরা।</p>
<p>প্রথম দফায় জুনিয়র চিকিৎসকদের লাগাতার আন্দোলনের চাপে পুলিশ কমিশনার, ডিসি নর্থ, স্বাস্থ্য় অধিকর্তা ও স্বাস্থ্য় শিক্ষা অধিকর্তাকে সরিয়েছিলেন মুখ্য়মন্ত্রী। তারপর কর্মবিরতি উঠেছিল। এবার ফের কর্মবিরতিতে বসলেন জুনিয়র চিকিৎসকরা। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফে রীতিমতো বিজ্ঞপ্তি দিয়ে এই পদক্ষেপ।&nbsp;<u><br /></u></p>
<p><strong><u><em>আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও।&nbsp;<a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/" target="_blank" rel="nofollow noopener">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a></em>&nbsp;&nbsp;</u></strong>&nbsp;</p>



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal