NOW READING:
RG Kar News : আর জি করের আন্দোলন নিয়ে বেফাঁস মন্তব্য, নেতাদের বিরুদ্ধে বড় পদক্ষেপ BJP র
September 28, 2024

RG Kar News : আর জি করের আন্দোলন নিয়ে বেফাঁস মন্তব্য, নেতাদের বিরুদ্ধে বড় পদক্ষেপ BJP র

RG Kar News : আর জি করের আন্দোলন নিয়ে বেফাঁস মন্তব্য, নেতাদের বিরুদ্ধে বড় পদক্ষেপ BJP র
Listen to this article



RG Kar News : আর জি কর ইস্যুতে কোনও রাজনৈতিক ফায়দা তুলতে পারেনি বিজেপি।

source

29 Comments
    @abdulmatin5442

    শুভেন্দুর কিছু দরকার নেই মুখ্যমন্ত্রী চেয়ারটা দিতে হবে শুভেন্দু কে সব আন্দোলন ভুলে যাবে

    @SRahaman-v6x

    সত্যি তো নাটকই শুধু হয়েছে।
    সুবেনদু কে পাগলা ঘরে পাঠানো হোক

    @ArindamBhattacharya-s9g

    This is the andolon is the brain child of Suvendu Adhikari & Top BJP leaders tried to dismantle TMC, but futile effort.The future of this JDA is very very uncertain . Subhendu will go with billion dollars but you service holders have to continue for next 38 years.Think what a wrong strategy you have adopted,entire Bengal General Public and poorest will not get medical assistance,so they will die .

    @ringtonemarker1002

    Thiki to jonior senior doctora je bhabey dabi rekhey andolone koreychilo mul dabi thekey sorey gechey labh ki holo seta paschimbanglar manusera bujhey gechey. RG Kar kandey ekhononto duskriti ra ghurey bera chey. Ghotonar din ki kono juniors doctor ra chilo na. Seta kew meney nebey. Keno ekhono pojonto egiye asey ni.

    @probirdas742

    ভালো কথা বলেছেন দিলীপ দাস।কারা বিচারকে প্রহসনে‌ পরিনত করছে? সুপ্রিম কোর্টে সত্যিই ঠিক বিচার হবে? ওরা বাচ্চারা নয় আলোচনা করছে আপনারা দোষ না দেখে এর মানবিক বিচারের জন্য উপরের দিক দেখুন নায় কলকাতা হাইকোর্টে কেসটা‌ দায়ের করুন।যার যেটুকু সাধ্য সেটুকু করব।এই ভয়ঙ্কর সময়ে রাজনীতির অনেক উর্ধে উঠে কাজ করতে হবে।

    @sibaramparia7056

    দিলীপ বাবুর মন্তব্য সঠিক নয়, শুধু জুনিয়র ডাক্তার দের উপরে আমাদের সাস্থ পরিসেবা নির্ভর করেনা, যদি করতো ঐ নীল সাদা রঙ করা সুপার স্পেশালিটি গুলো কে বন্ধ করে দাও, ওখানে তো জুনিয়র ডাক্তারা থাকেনা, সারা পশ্চিমবঙ্গের এই অপপ্রচার বন্ধ হৌক.সারবিক উন্নতি ঘটুক, নোংরা রাজনীতি উপহার নয়. এই বাঙলার জন্য লজ্জিত.

    @joydebmondal9434

    R G Kar হসপিটালে চিকিৎসা বন্ধ ও ডাক্তার দের নানা অবান্তর,আবদার, বিপথগামী, ধ্বংশাকতক। অবাঙালী ডাক্তার দের পাছায় চর্বি হয়ে গেছে, সরকার কঠোর পদক্ষেপ নিক।😅

    @bimannath1293

    Dilip ekta murkho mall eta somajer kichu korte parbe Na…. But Doctors r great lobi baji mall..ora ki chay.. na posale Dr. Pat ta cchere dik… Ora li chay… Ora ki soti..m ora pathology & medicine theke commission khay .oder mukhe justice kotha ta manay na…ora jatir Bhogoban noy ora kolongko… Ora chhay ro besi…kore…esab laj hog

    @muktiprasaddey9187

    বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের যদি নুন্যতম রাজনৈতিক দূরদর্শিতা থাকে তাহলে শুভেন্দুর মত নেতাকে তৎকাল নিয়ন্ত্রণ করা উচিত।
    বাংলায় শুধু ঐ হিন্দু মুসলমান দিয়ে রাজনৈতিক জয় আসবে না!
    সুযোগ ছিল।'আর জি কর' ইস্যুটা নিয়ে 'সন্দেশখালি' তে নিয়ে গিয়ে নিজেদের জনভিত্তি থাকা এলাকায় একটা প্রতিবাদী জনজোয়ার তুলতে পারতো।সেটা করলোনা। মুখোশটা খুলে গেল। জনস্বার্থ নয়। রাজনৈতিক স্বার্থটাই মুখ্য।
    'সন্দেশখালি'র শেখ শাহজাহান সহ জনাদুয়েক জেলে গেছে।'রেখা পাত্র'দলীয় নেত্রী হিসাবে উঠে এসছে।
    ব্যস! এইটুকুই? "সন্দেশ খালি"নিয়ে আন্দোলনের ধারাবাহিকতা কোথায়?
    দূর্ণীতি,অত্যাচার,বঞ্চনার অভিযোগ গুলো কি মিথ্যে ছিলো?
    "আর জি কর"নিয়ে নন্দীগ্রামে কোনো প্রতিবাদ আন্দোলন?

    @MamataDas-ze7gx

    এই সব ডাক্তার অভয়ার বিচার চায়নি নিজেদের ফায়দা লুটতে ব্যস্ত

    @malabikamaiti7842

    জুনিয়র ডাক্তার দের মতি গতি খুব ই সন্দেহ জনক। মিটিং করে এসে তারা জয়ের আনন্দে ঢাক ঢোল বাজিয়ে আনন্দ করলো, তর্কের খাতিরে ধরে ও নেই তারা নিজেদের ক্ষুদ্র স্বার্থ নিয়ে সন্তুষ্ট, দোষীরা শাস্তি পাওয়ানো তাদের উদ্দেশ্য নয়, এটা খারাপ কিছু আমি বলছি না, কিন্তু তারা হঠাৎ মুখ্যমন্ত্রীর কথায় বৃহৎ স্বার্থ (বন্যা দুর্গত দের সাহায্য করা)কেনও দেখতে গেলো বুঝতে পারলাম না। বিনীত গোয়েল কে ট্রান্সফার করা টা রাজ্য সরকারের অভিসন্ধি ছিলো, এখন কথা হচ্ছে জুনিয়ার ডাক্তার রা আগে থেকে টাকা খেয়ে অভিনয় করছিল না পরে টাকা খেয়েছে …. আসলে এই রকম রাজনীতি তৃনমূলের রক্তে, আমাদের এলাকায় তো দেখি যারা তিনমূলের antiparty তারা ও ভিতরে ভিতরে তিনমূলের হয়ে কাজ করছে, ।

    @AnandaMohanDogra

    যে জুনিয়র ডাক্তার দাঁত বের করে কথা বলছে সে কি চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসনে বসতে চাইছে?
    তা না হলে কিসের জন্য সাধারণ মানুষের সেবা না করে কিসের জন্য আন্দোলন করছে?

    @sourenghosh7848

    ফালতু দল বিজেপি " বাংলায় কোনদিন ক্ষমতায় আসতে পারবে না।এদের শিক্ষা-দীক্ষা সাধারণ মানের। রাজনীতি বোঝেও না! তৃণমূলের সাথে পথ নাটিকা "করেই চলেছে! জঘন্য দল!

Leave a Reply