<p>Primary TET: নবান্ন বাসস্ট্যান্ডে ধর্নায় বসার অনুমতি চেয়ে হাইকোর্টে প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্য মঞ্চ। ৯ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত ধর্নার জন্য পুলিশের কাছে অনুমতি চেয়েছিল ঐক্য মঞ্চ। সাধারণ মানুষের অসুবিধার যুক্তি দেখিয়ে বিকল্প জায়গার প্রস্তাব দেয় পুলিশ। ‘আদালত খতিয়ে দেখবে যে রাজ্য আন্দোলনকারীদের তাদের পছন্দের জায়গা থেকে অন্যত্র সরাতে পারে কি না’। মন্তব্য বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের, আগামীকাল পরবর্তী শুনানি। </p>
<p>আজ সুপ্রিম কোর্টে আর জি কর মেডিক্য়াল কলেজে চিকিৎসকের ধর্ষণ-খুনের মামলার শুনানি হচ্ছে না। সুপ্রিমকোর্টের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এজলাসে বসবেন না। আর, এই খবর পেয়েই ভেঙে পড়ে নিহত চিকিৎসকের পরিবার। লকাতার পাশাপাশি রাজ্যজুড়ে বিচার চেয়ে রাত জাগছে রাজ্যবাসী। বর্ধমান থেকে ওন্দা, কোচবিহার থেকে রানাঘাট, কৃষ্ণনগর, বারাসত, বহরমপুর, জলপাইগুড়িতে মোমবাতি হাতে মিছিল। আর জি-কর কাণ্ডের প্রতিবাদে ফের পথে সুখেন্দুশেখর রায়। তৃণমূল সাংসদ সুখেন্দুশেখরের চোখে জল! দিল্লিতে মোমবাতি হাতে প্রতিবাদ তৃণমূল সাংসদের। বাস্তিল দুর্গ পতন স্মরণ করানোর পর মর্যাদা নিয়ে বাঁচার ডাক। আজ ফের সোশাল সাইটে পোস্ট সুখেন্দুশেখর রায়ের। ‘আর জি কর মেডিক্যাল তথ্যপ্রমাণ লোপাট করতে সময় দেওয়া হয়েছে, গোটা ঘটনায় পরিকল্পিত ও নেপথ্যে চক্রান্ত রয়েছে, এভাবে বিচারের দীর্ঘসূত্রিতা মেনে যাওয়া যায় না’, তোপ সুখেন্দুশেখরের।</p>
Source link
ধর্নায় বসার অনুমতি চেয়ে হাইকোর্টে প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্য মঞ্চ
Shares: