কলকাতা: আরজি কর কলেজ হাসপাতালের (RG Kar Hospital) হাড়হিম করা দুর্ঘটনা। মহিলা চিকিৎসককে নৃশংস খুনের ঘটনায় বিভিন্ন মেডিক্যাল কলেজে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রতিবাদ (Doctors Protest)। এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন বিদ্বজ্জনেরা। একাধিক অভিনেতা থেকে পরিচালক, পাশে দাঁড়ালেন নির্যাতিতার।
‘ধর্ষণ করে খুন’, মহিলা চিকিৎসকের মর্মান্তিক পরিণতি, সরব বিদ্বজ্জনেরা
আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসক খুনের ঘটনায় সরব বিদ্বজ্জনরা। বিচার চেয়ে নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। নিরাপত্তা এবং সঠিক বিচারের দাবি চলচ্চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের। ‘আর জি কর মেডিক্যাল কলেজ, বিচার চাই’ লেখা পোস্ট শেয়ার করলেন সঙ্গীতশিল্পী অনুপম রায়, ক্যাপশনে লিখলেন, ‘বিচার কি কোনওদিন পাওয়া যাবে’? একই পোস্ট করেন প্রস্মিতা পাল, রূপাঞ্জনা মিত্র, চান্দ্রেয়ী ঘোষ। পোস্ট পিয়া চক্রবর্তীর, লেখেন, ‘লড়াই চাই, বিচার চাই’। অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় লেখেন, ‘ভাষা নেই নিন্দের। এই দোষীদের অন্তত সাজা হোক। এইবার আর মেয়েটার দোষ, সে ভুলভাবে ভুল সময়ে ভুল জায়গায় ছিল বলে তার দিকে আঙুল তুলব না। একটা হাসপাতালেও মেয়েরা নিরাপদ নয়? যাব কোথায়?’ অভিনেত্রী শ্রীলেখা মিত্র লেখেন, ‘ধর্ষণ ও হত্যা আত্মহত্যা নয়। কেন এই ঢেকে রাখার প্রবণতা? অপরাধীর শাস্তি এবং আজীবন জেল হওয়া উচিত এবং নিহতের পরিবারকে বিচারের দেওয়া উচিত।’ অভিনেতা কিঞ্জল নন্দ পেশায় চিকিৎসকও। তাঁকে গতকাল সন্ধ্যা থেকেই একের পর এক পোস্টে কখনও মোমবাতি মিছিলে ডাক দিতে কখনও সকলকে পাশে দাঁড়ানোর আবেদন করতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। আরও অনেকেই এই ঘটনায় সরব হয়েছেন।
“আমার শহর কুন্ঠিত বড়, ক্ষমা করো তুমি মেয়ে, পুরুষ বলেই গাইছি এ গান, শুধু মার্জনা চেয়ে…” pic.twitter.com/tc7oOe3SuF
— Srijit Mukherji (@srijitspeaketh) August 9, 2024
আরও পড়ুন: RG Kar Hospital: মহিলা চিকিৎসকদের রুমে ঢুকেছিল মত্ত যুবকের দল! অতীতেও RG Kar-এ সুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠে
আরজি কর হাসপাতালেই অন ডিউটি মহিলা চিকিৎসক খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে। ‘খুনই করা হয়েছে আরজি করে হাসপাতালের মহিলা চিকিৎসককে’, মিলেছে চিকিৎসককে যৌন নির্যাতনের প্রমাণ, খবর লালবাজার সূত্রে। নাক, মুখে জমাট রক্ত, গোপনাঙ্গে ক্ষতের চিহ্ন মিলেছে, চোখ থেকেও রক্তক্ষরণ, শরীরে ১০ রকমের আঘাতের চিহ্ন মিলেছে, খবর সূত্রের। ‘মহিলা চিকিৎসকের শরীরের নানা জায়গায় একাধিক আঘাত। ২ পা থেকেই রক্তপাত, মুখ, পেটে আঘাতের চিহ্ন। শরীরে মিলল নখের আঘাতের চিহ্ন। বিছানায় ছড়িয়ে রক্ত, ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল চুল। মৃতার গোপনাঙ্গ থেকেও রক্তপাত। মহিলা চিকিৎসকের ঠোঁট, ডান হাত, গোড়ালিতে আঘাতের চিহ্ন। মহিলা চিকিৎসকের অনামিকাতেও ক্ষত চিহ্ন। ময়নাতদন্তের প্রাথমিক পর্যবেক্ষণে মিলেছে নির্যাতনের প্রমাণ। বিবস্ত্র অবস্থায় দেহ উদ্ধার, ঊর্ধাঙ্গে ছিল না পোশাক, কিছু দূরে নিম্নাঙ্গের পোশাক। হাসপাতালেই অকথ্য অত্যাচার করে চিকিৎসক খুন, জানতেই পারল না কেউ! মহিলা চিকিৎসকের পরিচিতই আততায়ী, প্রাথমিকভাবে মনে করছে পুলিশ, খবর সূত্রের।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন