NOW READING:
RG Kar Case: টালা থানার ওসি-র বাড়িতে কলকাতা পুলিশের আধিকারিকরা
September 16, 2024

RG Kar Case: টালা থানার ওসি-র বাড়িতে কলকাতা পুলিশের আধিকারিকরা

RG Kar Case: টালা থানার ওসি-র বাড়িতে কলকাতা পুলিশের আধিকারিকরা
Listen to this article



RG KAr Case: টালা থানার ওসি-র বাড়িতে কলকাতা পুলিশের আধিকারিকরা। ধৃত …

source

25 Comments
    @arijitchakraborty1587

    সিবিআই তদন্তের দায়িত্ব নিয়েছে ।
    তাহলে কলকাতা পুলিশ কেন উনার বাড়ীতে গেল ?

    @kajalchatterjee8413

    পুলিশ যেন কোন অন্যায় কাজের সঙ্গে যুক্ত না। সাধারণ জনগণের কাছে বিশ্বাসযোগ্যতা কমে যাচ্ছে। তাহারা তো এই সমাজের মানুষ। তাহাদের তো পরিবার আছে।আজ এই সরকার আছে কাল অন্য সরকার আস্তে পারে। পুলিশ কিন্তু ৩০ থেকে ৩৫ বছর চাকরি করবেন। আমারা সকলে জনগণের করের টাকায় বেতন বা পেনশন পাই।

    @IshanMajee-b7y

    এনারা মণ্ডল বাড়িতে এসেছে শুধু প্রমান গুলো লোপাটের জন্য মণ্ডল বাড়িতে এমন কিছু প্রমান থাকলেও থাকতে পারে সেটা ক্ষতিয়ে দেখে গেলো যাতে রাঘব বোয়ালের নাম টা চলে না আসে তাই ।Cbi যদি ওনার বাড়িটা তাল্লাশি করতেন ভালো হতো

    @mrcool362h

    সব পুলিশ খারাপ। ঘুষ খোর। বোকারী 5টাকা বিক্কা নেয়।

    @swapnajitsaha4124

    " আমি যে দেখেছি প্রতিকার হীন শক্তের অপরাধে। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে।
    আমি যে দেখিনু রাজনীতির কূটকৌশলী 'শতরঞ্জ কি খিলাড়ির' চক্রান্তে। কত বুড়ে তরতরিয়ে ওঠে কিংবা ঘ্যাচাং ফাঁদে।। "

    _ দাদার বাণী।

    @swapnajitsaha4124

    " কতটা অনুপ্রেরণার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হলে, যেমনটি আর জি করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ তথা তার পরিবারের পাশে সুপ্রিমো তথা স্বাস্থ্যমন্ত্রী দাঁড়ানোর পরে পরেই, সিবিআই গ্রেফতার করেছে এবং স্টেট মেডিক্যাল কাউন্সিল ডাক্তারি লাইসেন্স বাতিল করেছে।
    তেমনি টালা থানার প্রাক্তন ওসির সিবিআই গ্রেফতার পরবর্তী মনোবল চাঙ্গা করতে অভিজিৎ মন্ডল ও তার পরিবারের পাশে দাঁড়ানো এ্যডিশনাল পুলিশ কমিশনারের পর পরই এই উচ্চপদস্থ পুলিশকর্তারা কি সুন্দর হাসতে হাসতে আইনের দোহাই দিয়ে অবলীলায় আচ্ছা করে ' চাকরি থেকে সাসপেন্ড ' করে দিল।
    It, the influence of the Dramatized vivid Cruel Royal Supremo Inspiration, seems to me, that shall overcome the tragic jeopardized disparity like the story of Makbeth of Shakespear. "

    __ Big brother's speech.

    @dipanjanbhowmik8297

    CBI এর মত সংস্থা কে তদন্তের ভার দিয়েছে কোট, সেখানে কলকাতা পুলিশ অফিসার যাবে কেন,তার মানে কোট অবমাননা করছে রাজ্য সরকার মমতা ।

    @krishnapadamanna5709

    আমার মনে হয় ওনারা তথ্য লোপাট করতেই ওসির বাড়িতে গিয়ে ছিলেন। পুলিশ তো অপরাধ প্রকাশ করতে চান না।

    @m.s4516

    এই ওসি সাহেব একঘন্টা দেরীতে কেন পৌঁছালেন হসপিটালে যেটা খবর মারফৎ জানা যাচ্ছে ।

Leave a Reply