NOW READING:
R G Kar News : আজ Supreme Courtএ R G Karএর মামলা, কখন শুরু হবে শুনানি? | Bangla News
September 30, 2024

R G Kar News : আজ Supreme Courtএ R G Karএর মামলা, কখন শুরু হবে শুনানি? | Bangla News

R G Kar News : আজ Supreme Courtএ R G Karএর মামলা, কখন শুরু হবে শুনানি? | Bangla News
Listen to this article



R G Kar News : আজ ফের Supreme Court এ আর জি কর শুনানি। আজ দেশের প্রধান বিচারপতির …

source

10 Comments
    @SekhAmir-qu3wg

    ভুল ভাল খবর পরিবেশন করবেন না, বিকাশ বাবুও আছেন তার সাথে যোগ দিয়েছেন বৃন্দা ম্যাডাম

    @a.k.biswas498

    মারাগেছে যাও কোর্টে, মোরেগেছে যাও কোর্টে, মেরে ফেলেছে যাও কোর্টে,মারতে মারতে কেঁদেছে যাও কোর্টে, গালি দিয়েছে যাও কোর্টে, গায়ে হাত লেগেছে যাও কোর্টে, লাইট বন্ধ যাও কোর্টে, নলে জল নেই যাও কোর্টে,রাস্তায় জল যাও কোর্টে,রাস্তা ভেঙেছে যাও কোর্টে ত্রাণ পায় নি যাচ্ছি কোর্টে। এই হচ্ছে অবস্থা যাকে বলে কোর্ট নির্ভর এবার খুব বেড়েছে।

    @AbdulHakim-hf1it

    ____________________________

    ওদিকে আদালতে মামলা ঝুলছে
    এ দিকে সত্ত্বর জাস্টিস চায়ছে

    ঠিক,ঠিক বলেছেন কল্যাণ বন্দোপাধ্যায়,
    এতো রুগী মারা গেলো বিনা চিকিৎসায়।

    ডাক্তারদের অবহেলায় চিকিৎসা না দেওয়ায়,
    তারা বাড়ি ফিরে,তাই বহু বহু রুগী মারা যায়।

    বিনা চিকিৎসায় মৃত্যু=তার মানে খুনের সমান।
    ধর্ষণ কাণ্ড হতে চলেছে জানত করে নাই সাবধান।

    হাইকোর্টে, সুপ্রিম কোর্টে মামলা দেখছ এখন ঝুলছে,
    ফায়সালা না হয়েই তাড়াতাড়ি ইনসাফ চায়ছে।

    তাতে আবার কেন্দ্রের ধর্ষণ আইন মজবুত নাই,
    জাস্টিস পাবে,দোষীর দোষ প্রমাণ করুন সিবিআই?!

    বোঝা যায়, অনেকেই বাংলাকে অস্হীর করতে চায়,
    মোর মনে হয় বাংলাকে শান্ত রাখতে সবার আছে দায়।

    Abdul Hakim 13/09/2024/

    @AbdulHakim-hf1it

    ___________

    From Abdul Hakim.
    To Chandan Ghosh

    সকলেই পদত্যাগ করে,
    সবাই বসুন লড়ে সরে।

    Very very good, 'অতি সুন্দর,সামাজদার'লেখা,
    মগজের মেধা ভাগ্য কপালে আঁকিছে সুশ্রী রেখা।

    যারা বিরোধিতায় গদী হাতাতে চিৎকার করে,
    সেই নেতারা এলার্ট করিতে পারিত অগ্রে অগ্রে।

    আর,খোঁচাল্ নেতা,রক্ষী,CID, ED,হাই,সুপ্রিমকোর্ট-
    বিচক্ষণজনগণ সাবধানে নড়াতে পারিতেন ঠোঁট।

    তবে বিচার ব্যবস্থায় "ঢিলেমি" "দিনফেলা আছে,
    গুপ্ত অনুসন্ধানীদেরও দায়িত্ব থাকে তাদের কাছে।

    তবে ধর্ষণ হত্যা এ সব জঘন্য কাজ যারা করে,
    তাদের আশু দৃষ্টান্ত মৃত্যুশাস্তি প্রয়োজন,কেন্দ্র বরে।

    সবার গোচরে ফাঁসি /রজম= (১)পুঁতে মারা প্রস্তরে,
    এ সব করিলে ১০০%কদর্য কুকর্মী পড়িতনা খপ্পড়ে।

    এ ব্যাপারে,সব ব্যাপারে সবাই যদি দেয়ই সুনজর,
    তা হলেই গ্রামগঞ্জ রাজ্যরাষ্ট্র দেশ হবেই হবে সুন্দর।

    যাকে দেখতে নারি তার চলন বাঁকা এরূপ যদি হয়,
    তা হলে মনে হবে গদীহাতাতে অস্হির করিতে রয়।

    *হাসিনার সাথে মমতার অনেকে তুলনাকারী/কারিনী,
    কিন্তু তা না,*সেদেশ ত্যাগিনী,বিরোধীরে গুম কারিনী।

    আর এ,"মমতা বুকোদড়ো মুখ্যমন্ত্রী" নবান্নাভিযান দিনে-
    পালাননি,আগেই এসেছেন নবান্নে প্রমিলা লঙ্কা কাননে।

    একটা বুদ্ধি দিতে পারি, বিধানসভার সব দলের মন্ত্রীগণ,
    পদত্যাগ করে পুন: ভোট করুন, মমতা করিবেন আগমন।

    ৩১/0৮/২০২৪, বীর ভূম অবিনাশ পুর থেকে লেখিলাম,
    এ হেন গ্রামে রাষ্ট্রপতি শ্রী রাধাকৃষ্ণন এসেছিলেন
    স্মরণ করিলাম।

    @pradipghosh1180

    সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছে না **
    এই * নর খাদক * জুনিয়র ডাক্তার ও তাদের পরিবারের কে ** সামাজিক ভাবে বযকট করুন **
    এদের চিহ্নিত করুন *

Leave a Reply