PoK Protests । পাকিস্তান অধিকৃত কাশ্মীরে বিক্ষোভের নেপথ্যে কোন কারণ?

উত্তপ্ত পাকিস্তান অধিকৃত কাশ্মীর। শাহবাজ় শরিফ সরকারের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল মুজ়াফ্‌ফরাবাদ-সহ একাধিক এলাকা। জনতা-নিরাপত্তাবাহিনী সংঘর্ষে নিহত একাধিক। কেন বিক্ষোভ? কোন…
1 Min Read 43 1



উত্তপ্ত পাকিস্তান অধিকৃত কাশ্মীর। শাহবাজ় শরিফ সরকারের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল মুজ়াফ্‌ফরাবাদ-সহ একাধিক এলাকা। জনতা-নিরাপত্তাবাহিনী সংঘর্ষে নিহত একাধিক। কেন বিক্ষোভ? কোন দাবিতে পথে নেমেছে জনতা?

আনন্দবাজার অনলাইনের ভিডিয়ো দেখতে ক্লিক করুন:

#pakistanoccupiedkashmir #pakistan #kashmir #PoK

source

Anandabazar Patrika

43 thoughts on “PoK Protests । পাকিস্তান অধিকৃত কাশ্মীরে বিক্ষোভের নেপথ্যে কোন কারণ?

  1. বিভিন্ন জায়গায় হয় কিন্তু এখানে হয় না এটাই আমাদের সংহতি।

  2. আজকের আনন্দবাজার পত্রিকার কাউকে কমেন্ট করতে দেখছি না
    অনেক কমিউনিস্ট ভাইদেরও দেখছি না যারা পাকিস্তানের জল পাচ্ছে না বলে কাঁদে😂😂😂😂
    ওদেরও উচিত pok গিয়ে আন্দোলন করা সেখানে বলা আজাদী আন্দোলন করা😂😂 আর বাংলাদেশের বাঙ্গু ভাই ধরে খুঁজে পাচ্ছিনা হয়তো মাদ্রাসায় পড়তে গেছে কদিনের জন্য লুঙ্গি পরে😅

  3. পাকিস্তান থেকে যে সকল প্রদেশ,, আলাদা হয়ে যাবে তাদের কপালে শুধু শান্তি আর শান্তি। পাকিস্তান জঙ্গিদের সঙ্গে কোন ভালো মানুষ থাকতে পারবে না।

  4. পাকিস্তানের সেনারা কখনো কোনো যুদ্ধ যেতেনি, আর কখনো কোনো নির্বাচন হারেনি😂

  5. ওখানে বিচ্ছিন্নতাবাদী সংস্থাকে ভারত সরকার অর্থায়ন করতেছে এমন অভিযোগ ফেলে দেওয়া যায় না

  6. পাঁক অধিকৃত কাচমির নিয়ে আপনাদের এতো কষ্ট কেন??? বাংলা'দ্বেষ' এর সনাতনী নির্যাতন নিয়ে তো আপনাদের জ্বলেনা!!??

  7. ভালো হয় আপনারা না জিতে গিয়েছিলেন পাকিস্তানের সাথে আবার যুদ্ধটা শুরু করে দিন দেখা যাক কে কেমন পারে নিয়ে নেন না কাশ্মীর টাকে আবার আহারে কাশ্মীর তো ভারতের ছিল তাই না

  8. অন্যদিকে শিবও যৌনকর্মে লিপ্ত ছিলেন।” নারায়ণ বললেন, ‘ভগবান শ্রীকৃষ্ণ একদৃষ্টিতে এই কথা বলে হাসিমুখে রাধার সঙ্গে চন্দন বনে গেলেন। সেই জায়গাটা খুবই নির্জন, সতেজ বাতাসে উদ্বেলিত , ঝাঁকে ঝাঁকে ভরা, মৌমাছির গুঞ্জন আর কোকিলের শব্দে প্রতিধ্বনিত। তাই এটি মহিলাদের জন্য খুব মুগ্ধকর ছিল। ভগবান শ্রীকৃষ্ণ পুষ্পশোভিত সেই স্থানে রাধার সঙ্গ উপভোগ করেছিলেন। কৃষ্ণের সাথে তার মেলামেশায় মুগ্ধ হয়ে রাধা তখনই অজ্ঞান হয়ে পড়েন; এবং কৃষ্ণ তার শরীরের অনাবৃত স্পর্শে বিস্মিত হয়েছিলেন। হে সাধক, রাধা এবং গোলকের ভগবান যৌন মিলনের আনন্দে এবং একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকার কারণে পক্ষাঘাতগ্রস্ত হয়েছিলেন, তারা সেখানে তাদের সময় অতিবাহিত করেছিলেন।(ব্রহ্মা বৈবর্ত পুরাণ, কৃষ্ণ জন্ম খন্ড: ৪৬.৬১-৭১;পৃষ্ঠা-৩০৫)( ভারত থেকে প্রকাশিত “ব্রহ্ম বৈবর্ত পুরাণ, কৃষ্ণ জন্মস্থান খান্দা” পড়তে চাইলে আপনার ইমেল জানান)(পড়ুন এবং জানুন)

  9. যেই ভাবে pok নিয়ে নিউজ কভার করলেন ঠিক ঐভাবেই লাদাখ নিয়ে নিউজ কভার করলে সোনাম কে হয়তো জেলে যেতে হতনা।

  10. আমরা বাংলাদেশের চট্টগ্রাম বাসি ভারতের সাথে যুক্ত হতে চাই…..

    হয়ে যাক একটা আন্দোলন✊✊✊

  11. আল্লাহ তুমি নিরপেক্ষ থাক মুসলিম মুসলিম কে মারছে এত হিংশূক কেন রক্তে এত রাগ কেন ওর য়দি ভারতে য়েতে চায় য়াওয়ার সুজুক করে দাও পাকিস্তান চার অংশ হবে বাংলাদেশ হয়েছে বাকি তিন টুকরো একবৎসর এর মধ্যে সম্পূর্ণ হবে দয়াল পাকিস্তান এর অত্যাচার থেকে সব স্বাধীনতা কামি পাকিস্তানি কে রক্কা কর

  12. এদেশের কিছু ব্যাক্তি মালিকানাধীন দলের মালিক বা মালকিনদের খুব কষ্ট হচ্ছে কেনো পাক অধিকৃত কাশ্মীরের লোকেরা পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে!

  13. পাকিস্তান জীবনবর জনগণকে দাসি হিসেবে ব্যবহার করে,সাধারণ জনগণের হুমকি স্বরুপ সমগ্র কাজকর্ম করেন পাকিস্তানের প্রশাষন ও সরকার

  14. ওরা খেয়ে দেয়ে সুখে থাকতে চায়। অনেক অত্যাচার করেছে পাকিস্তান। খেতেই পায়না ভালো করে। হাল্লার রাজার মতো অবস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *