কান ছুঁয়ে বেরিয়ে গেছিল গুলি!ভরা সভায় কানে হাত দিয়ে, মাটিতে বসে পড়েছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে। মুহুর্তের মধ্যে, ট্রাম্পকে ঘিরে ধরেছিল তাঁর নিরাপত্তারক্ষীরা। সেই অবস্থাতেই মুষ্ঠিবদ্ধ হাত উপরের দিকে তুলে কিছু বলতে দেখা যায় ডোনাল্ড ট্রাম্পকে। নির্বাচনী সভায় বন্দুকবাজের হামলা হয় ডোনাল্ড ট্রাম্পের উপর। অল্পের জন্যে বেঁচে যান তিনি।

এই আবহেই মার্কিন গোয়েন্দা সংস্থা এক পাক নাগরিককে গ্রেফতার করল তদন্তকারী সংস্থা। গোয়েন্দা সংস্থার দাবি এই পাক নাগরিকই ট্রাম্প সহ আরও মার্কিন রাজনীতিকদের মারা ছক করছিল। তার সঙ্গে রয়েছে ইরানের যোগও। তবে সরাসরি ডোনাল্ড ট্রাম্পের নামের উল্লেখ করেনি তারা । সংবাদসংস্থা এএনআই এর দাবি, ট্রাম্পের উপর হামলার ষড়যন্ত্র করেছিল এই পাক-নাগরিক। সেই অভিযোগেই এই গ্রেফতার। সূত্রের খবর ,ডোনাল্ড ট্রাম্প এবং অন্যান্য মার্কিন রাজনীতিবিদদের হত্যার ষড়যন্ত্র করতেই ইরানের সঙ্গে সম্পর্ক রাখত এই ব্যক্তি।  অভিযুক্তের নাম আসিফ মার্চেন্ট (৪৬)।

মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ডের কথাতেই ইঙ্গিত পাওয়া গিয়েছে এই ষড়যন্ত্রকারীদের  টার্গেট ছিলেন ট্রাম্পই। তবে তাঁর নাম উল্লেখ করেননি গারল্যান্ড । বার্তা সংস্থা আইএএনএস-এ প্রকাশ, তিনি দাবি করেছেন, ইরানের জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার ঘটনায় আমেরিকান রাজনীতিকদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চেয়েছিল ইরান। তাদের এই নির্লজ্জ এবং নিরলস প্রচেষ্টাকে রুখো দেওয়ার  জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল মার্কিন বিচার বিভাগ।            

এফবিআই এই ডিরেক্টর ক্রিস্টোফার ওয়ে জানিয়েছে, ইরানের অঙ্গুলিহেলনে এরা মার্কিন রাজনীতিকদের হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল।  বিবিসি সূত্রে খবর,  ধৃতর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তাদের হত্যার ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া গিয়েছে। 

বিবিসির নিউজ পার্টনার সিবিএস জানিয়েছে,এই ব্যক্তির টার্গেটের মধ্যে ছিলেন  ট্রাম্প। ট্রাম্পকে হত্যার জন্য ইরানের ষড়যন্ত্রের কথা  জানতে পেরে জুন মাসে তাঁর নিরাপত্তা বাড়ানো হয়েছিল। 

সূত্রের খবর, মার্চেন্টকে জুলাই মাসে গ্রেফতার করা হয় । নিউইয়র্ক থেকে তাকে আটক করা হয়। বিচার বিভাগের অভিযোগ অনুযায়ী, মার্চেন্ট ইরানে গা ঢাকা দিয়েছিল কিছুদিন। এপ্রিল মাসে পাকিস্তান থেকে যুক্তরাষ্ট্রে আসেন।

আরও পড়ুন :

প্রতিবছর ২ লক্ষেরও বেশি হিন্দু বাংলাদেশ ছাড়েন, এখন কি আরও বিপদের মুখে সে-দেশের হিন্দুরা? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।         

 

আরও দেখুন



Source link

Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *